২০২৩ সালে নেটফ্লিক্সে আসছে ‘স্ট্রেঞ্জার থিংস’ ভিআর গেইম
মহামারীর লকডাউন চলাকালীন ভিডিও গেইমের চাহিদা বাড়লেও, অতিমারির প্রকোপ কমে আসায় বাজারে ভিডিও গেইমের চাহিদা আগের চেয়ে কমেছে। পড়তি চাহিদার কারণে সর্বশেষ প্রান্তিকে আয়ের প্রত্যাশাও কমিয়ে এনেছিল গেমা নির্মাতারা। এ পরিস্থিতিতেই একের পর এক প্রকাশ হচ্ছে নতুন নতুন গেমের খবর।
মার্ভেল ইউনিভার্সের সুপারহিরোদের নিয়ে নতুন গেম ঘোষণা আসার ঠিক এক সপ্তাহের মাথায় জনপ্রিয় টিভি সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংসে’র-ভিআর গেইম প্রকাশের কথা জানিয়েছে স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স ও গেইমটির নির্মাতা ‘টেন্ডার ক্লস’। ২০২৩ সালের শীতে বিভিন্ন শীর্ষস্থানীয় ভিআর প্ল্যাটফর্মে প্রকাশ হবে গেইমগুলো।
৬ নভেম্বর, ‘স্ট্রেঞ্জার থিংস ডে’ দিবসে কোম্পানি দুটোর পক্ষ থেকে এই ঘোষণা এসেছে। আর বিনোদন জগতের সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজগুলোর অন্যতম মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স -এমসিইউ এর সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পেয়ে গত ৩১ আগস্ট মার্ভেল ইউনিভার্সের সুপারহিরোদের নিয়ে নতুন তিনটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেইম বানানোর ঘোষণা দেয় ভিডিও গেইম নির্মাতা ইলেকট্রনিক আর্টস (ইএ)। তিন গেইমের মধ্যে প্রথমটির মূল চরিত্রে থাকবে কল্পজগতের শতকোটিপতি উদ্ভাবক টনি স্টার্ক। মার্ভেল ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত টনি স্টার্ক তথা আয়রন ম্যান।
নতুন গেইমগুলো কনসোল এবং পিসি উভয় প্ল্যাটফর্মে খেলা যাবে বলে জানিয়েছে ইএ। অপরদিকে স্ট্রেঞ্জার থিংস গেইম নির্মাতা টেন্ডার ক্লসের ‘অ্যাবাউট পেইজ’ অনুযায়ী, এর আগে তারা মোবাইলের জন্য বিশেষ অগমেন্টেড রিয়ালিটি ‘টেন্ডার’, ইমার্সিভ থিয়েট্রিকাল অ্যাডভেঞ্চার ‘দ্য আন্ডার প্রেসেন্টস’ ও ‘টেম্পটেস্ট’সহ ‘ভার্চুয়াল রিয়ালিটি’ গেইমের প্রথম ও দ্বিতীয় সংস্করণ তৈরি করেছে। ‘ইলাভেন ও হকিন্সের ওপর প্রতিশোধ নেওয়ার" লক্ষ্যে তৈরি গেইমটি, গেইমারকে সিরিজের চতুর্থ সিজনের ভয়ঙ্কর ভিলেন ‘ভেকনা’ হিসেবে খেলতে দেবে। গেইমিংয়ের জগতে সবচেয়ে পরিচিতি এবং প্রভাবশালী নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি ক্যাফিফোর্নিয়ার রেডউডভিত্তিক ইলেকট্রনিক আর্টস। এবার বিনোদন জগতের জনপ্রিয় সুপারহিরোদের নিয়ে গেইম নির্মাতাদের তালিকাতেও নাম লেখালো কোম্পানিটি।
মার্ভেলের মালিক কোম্পানি ‘ওয়াল্ট ডিজনির’ সঙ্গে জোট বেঁধে এর আগেও গেইম বানিয়েছে ইএ। সেই গেইমগুলোর পটভূমি গড়ে উঠেছিল ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজকে ঘিরে। ওই গেইমগুলো একইসঙ্গে মোবাইল ডিভাইস, পিসি এবং কনসোলের জন্য বানিয়েছিল তারা। তারও আগে মার্ভেল ইউনিভার্সের সুপারহিরো স্পাইডারম্যানকে নিয়ে গেইম বানিয়েছে প্রথমসারির আরেক নির্মাতা অ্যাকটিভিশন ব্লিজার্ড। অন্যদিকে, ডিসি’র ব্যাটম্যান নিয়ে গেইম বানিয়েছে ‘ওয়ার্নার ব্রোস ইন্টার্যাকটিভ এন্টারটেইনমেন্ট’।